পটুয়াখালীতে বাড়িভাড়া মওকুফ করলেন সাবেক যুবলীগ নেতা খোকন মৃধা

পটুয়াখালীতে  বাড়িভাড়া মওকুফ করলেন সাবেক যুবলীগ নেতা খোকন মৃধা

রিপন,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সহ সারা দেশ এবং বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত এবং অসহায়। এভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে চলেছে সাধারম ছুটি।ফলে কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ।এই পরিস্থিতিতে বাড়ি ভাড়া মওকুফ করে মধ্যবিত্ত ও সাধারন মানুষের পাশে দাড়ালেন সাবেক জেলা যুবলীগ নেতা বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধা। বর্তমানে দলীয় কোন পোষ্ট বা ক্ষমতায় না থাকা সত্তেও দেশের এই পরিস্থিতিতে বাড়ি ভাড়া মুওকুফ করে সাধারন মানুষের পাশে দাড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিলেন তিনি।চরম এ সংকটকালে পটুয়াখালীতে এরকম পদক্ষেপ তিনিই প্রথম গ্রহণ করেছে বলে অনেকে মনে করেন। এবিষয়ে সাবেক যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম খোকন মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারি সাহায্যের পাশাপাশি মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় লোকদের অসহায়দের পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেছেন। তার নির্দেশ মোতাবেক আমি একজন কর্মী হিসেবে আমার সকল ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া প্রায় দেড় লক্ষ টাকা মওকুফ করে দিয়েছি। এছাড়াও চলমান এসংকট ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আমার এলাকা ও আশেপাশের অসহায়দের সাধ্যমত নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে আসছি।